Monday, July 4, 2011

বন্ধুতা

                        (1)
গতির জীবনে , বাস্ত পৃথিবীর শত কোলাহলের
আড়ালে , প্রত্যেকটা মানুষের রয়েছে ---
একান্ত আপন মনকানন.....
আজই দেখলাম সেখানে নতুন ফুল হয়ে ফুটেছে
সুবচনা নারীর সুবাশিস .
সৌরভে, বর্ণে অনন্না সয়ংবরা ফুলের
সব কয়েটি পাপড়ি সরসিত হয়েছে
আমার পথ চাওয়ার প্রাণ শক্তিতে .
হারানোর ভয় না থাকলেও সেই ফুলের
সকল সৌরভ আগলে রেখেছি - বুক পকেটে ,
জীর্ণ পৃথিবীতে কথায় বা রাখতে পারি.
               --------------
                  (2)

দুরুত্ব যত বড়
দিগ্বিজয়ী  সম্রাট হোকনা কেন
উপলধ্বির কাছে সে বিনয়ে
মাথার মুকুট নত করে.
অনুভবের এলবামে
আপনজন সাজাতে সুহ্রিত
কখনো কার্পন্য করে না .
অলস দুপুরের অজান্তেই মনের আকাশে
ভিড় করে তাদের চন্দ্র মুখ .
আমি জানিনা তবুও কল্প তুলিতে
একে চলি একটি মুখশ্রী .