Monday, July 4, 2011

বন্ধুতা

                        (1)
গতির জীবনে , বাস্ত পৃথিবীর শত কোলাহলের
আড়ালে , প্রত্যেকটা মানুষের রয়েছে ---
একান্ত আপন মনকানন.....
আজই দেখলাম সেখানে নতুন ফুল হয়ে ফুটেছে
সুবচনা নারীর সুবাশিস .
সৌরভে, বর্ণে অনন্না সয়ংবরা ফুলের
সব কয়েটি পাপড়ি সরসিত হয়েছে
আমার পথ চাওয়ার প্রাণ শক্তিতে .
হারানোর ভয় না থাকলেও সেই ফুলের
সকল সৌরভ আগলে রেখেছি - বুক পকেটে ,
জীর্ণ পৃথিবীতে কথায় বা রাখতে পারি.
               --------------
                  (2)

দুরুত্ব যত বড়
দিগ্বিজয়ী  সম্রাট হোকনা কেন
উপলধ্বির কাছে সে বিনয়ে
মাথার মুকুট নত করে.
অনুভবের এলবামে
আপনজন সাজাতে সুহ্রিত
কখনো কার্পন্য করে না .
অলস দুপুরের অজান্তেই মনের আকাশে
ভিড় করে তাদের চন্দ্র মুখ .
আমি জানিনা তবুও কল্প তুলিতে
একে চলি একটি মুখশ্রী .

Saturday, May 28, 2011

****একটি চিঠি****

আকাশে চিলতে চিলতে মেঘ সদা মাটিতে বৃষ্টির ঘ্রাণ / আপাদমস্তক এই আমি অপেক্ষায় থাকি বৃষ্টির ও একটি চিঠির / আনন্দ লোকে বাস করা যেমন সুখের, ঠিক তেমনি এই সুখের ভাগিদার করাও মজার /মঙ্গল আলোয় সর্বাঙ মাখিয়ে ইচ্ছা করে, আলোর ঝাপটায় কারো মুখে মঙ্গলের আলো ফুটাই / অনেকটা বিরতির পর এই লেখায় এসেছে যান্ত্রিকতার ছোয়া / যন্ত্রকে সময় দিতে গিয়ে আমি আমার আবেগ প্রানের ভাষাকে হারিয়ে নিস্য /
তবু অস্থির হাতের অন্গুগুলো একটি হাত খুঁজে চলে / বৃষ্টিতে ভেজা আমার স্বাধীনতার অঙ্গ / সব কিছুর  উপরে আমার স্বাধীনতাকে ভালো লাগে / স্বাধীন বৃষ্টি ভেজা মানুষকে বুকের ওম  দিয়ে উষ্ণতা দিতে পারে কে ? আমি তারে খুজি জীবন ভর /

(২)

অজস্র কাশফুলে ছেয়েছে আমার মনের চর উদাসী আমি একা হাটি নদীর পথে / উত্তাল ডেউয়ে বন্ধুত্বের গান বাজে /রাত্রি গভীরে শিয়ালের ডাক শুনে যেমন চম্কাতাম, ঠিক তেমনি এক চমক পেলাম আজ এই বিশে দাড়িয়ে /
বন্ধুত্বের  ডাক মাদক্তর কড়া নেশা যার ......( চলবে )

***চৈত্রের দুপুর***


দিগ দিগন্ত জয়ের অভিলাষে
চৈত্রের দুপুরে সুয্যি মামা হাসে
কিরণ বনের বিপুল তেজে,
চৈত্রের দুপুর খাঁ খাঁ সাজে
আসে যে এই বাংলায় /

অলস দুপুরের নিশ্সন্গতায়
মানব মনের স্মৃতির পাতায়,
সপ্ন রঙ্গিন লুকোচুরি
মন সাগরে এক ডুবুরি /

দুষ্টু গুলো আমতলাতে
চরই ভাতি মাটির পাতে,
ধুলোবালির কোর্মা পোলাও
রেধে বলে, শুধু খাও /

ছাতা মাথায় পথচারী
দেয় যে শুধু পথপাড়ি,
মেঘের আড়াল গাছের ছায়া
শীতল যেন পরশ আহা /

নকশী পাখার  শীতল বাতাস 
একটা শুধু  মনেরই আঁশ,
রোদের কাকের কা-কা রবে
চেতন ভাঙ্গার পরশ হবে /

এমন তোরো দুপুর নিয়ে
চৈত্র আসে ঝিলমিলিয়ে,
শ্যামল ছায়ার হাহাকারে
চৈত্র আসে বারে বারে /