Saturday, May 28, 2011

***চৈত্রের দুপুর***


দিগ দিগন্ত জয়ের অভিলাষে
চৈত্রের দুপুরে সুয্যি মামা হাসে
কিরণ বনের বিপুল তেজে,
চৈত্রের দুপুর খাঁ খাঁ সাজে
আসে যে এই বাংলায় /

অলস দুপুরের নিশ্সন্গতায়
মানব মনের স্মৃতির পাতায়,
সপ্ন রঙ্গিন লুকোচুরি
মন সাগরে এক ডুবুরি /

দুষ্টু গুলো আমতলাতে
চরই ভাতি মাটির পাতে,
ধুলোবালির কোর্মা পোলাও
রেধে বলে, শুধু খাও /

ছাতা মাথায় পথচারী
দেয় যে শুধু পথপাড়ি,
মেঘের আড়াল গাছের ছায়া
শীতল যেন পরশ আহা /

নকশী পাখার  শীতল বাতাস 
একটা শুধু  মনেরই আঁশ,
রোদের কাকের কা-কা রবে
চেতন ভাঙ্গার পরশ হবে /

এমন তোরো দুপুর নিয়ে
চৈত্র আসে ঝিলমিলিয়ে,
শ্যামল ছায়ার হাহাকারে
চৈত্র আসে বারে বারে /

No comments:

Post a Comment